রাজ্যে নিয়োগ ঘিরে বিতর্কের শেষ নেই। শিক্ষক নিয়োগ ঘিরে বার বার অনিয়মের অভিযোগ উঠেছে। এখনও রাজ্যে স্কুল সার্ভিসের মাধ্যমে শিক্ষক নিয়োগের কাজ শেষ করতে পারেনি কমিশন। এবার কলেজে নিয়োগের ক্ষেত্রে উঠল অভিযোগ। যদিও এবার অনিয়মের অভিযোগ নয়। অভিযোগ 'এক যাত্রায় পৃথক ফল কেন?'
কলেজ অধ্যক্ষ নিয়োগে একই রাজ্যে দু-রকম নীতি নেওয়ার অভিযোগ উঠল। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
সম্প্রতি সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগে পিএসসি-র কাছ থেকে ডাক না-পেয়ে বেশ কিছু কলেজ শিক্ষক প্রতিবাদ জানিয়েছিলেন। সে ক্ষেত্রে পিএসসি-র বক্তব্য ছিল, অধ্যক্ষ পদে নিয়োগের যোগ্যতামানের মাপকাঠি বা অ্যাকাডেমিক পারফরম্যান্স ইনডেক্স (এপিআই) যাঁরা উতরেছেন, শুধু তাঁদেরই ইন্টারভিউয়ে ডাকা হবে। অনেকে দাবি করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও পিএসসি তাঁদের ডাকছে না। এ বার দেখা যাচ্ছে, সেই শিক্ষক-শিক্ষিকাদের কেউ কেউ সিএসসি-র ডাক পেয়েছেন। নির্বাচিত হলে সরকারি কলেজের চাকরি ছেড়ে তাঁদের যেতে হবে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে। দু-টি স্বশাসিত সংস্থা কী ভাবে কলেজে অধ্যক্ষ নিয়োগে দু-ধরনের মাপকাঠি নিয়ে চলছে? আর এই নিয়েই বিতর্ক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন