করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাফল্যের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত। ইতিমধ্যেই দেশে শুরু হয়েছে টিকাকরণ। প্রথম দু-দিনে প্রায় ২ লক্ষ ২৪ হাজার মানুষকে ভ্যাকসিন দিয়ে রেকর্ডও করে ফেলেছে দেশ। এরই মধ্যে এই মারণ ভাইরাস সংক্রমণের দৈনিক গ্রাফও অনেকটা স্বস্তি দিচ্ছে দেশকে।
এমন আবহে দিল্লিতে দশম ও দ্বাদশ শ্রেণির স্কুল খুলে যাচ্ছে। দিল্লিতে সরকারি, সরকারি সহায্যপ্রাপ্ত ও বেসরকারি স্কুলগুলি ১০ মাস পরে খোলা হচ্ছে। স্কুলগুলি খোলার আগে দিল্লি সরকার নির্দেশিকা জারি করেছে। রাজ্য সরকারের আদেশ অনুযায়ী, দশম ও দ্বাদশ শ্রেণির জন্য প্র্যাকটিক্যাল, প্রোজেক্ট এবং প্রাক-বোর্ড ও বোর্ড পরীক্ষার জন্য স্কুলের প্রস্তুতির জন্য স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছিল।
এমন করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নতুন নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়ম অনুযায়ী এই মুহূর্তে শিক্ষার্থীদের হাত মিলাতে নিষেধ করা হয়েছে।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, কেবলমাত্র দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকের সম্মতির পরে স্কুলে যেতে দেওয়া হবে। স্কুলে আসা পড়ুয়াদের বাবা-মায়ের লিখিত অনুমতি বাধ্যতামূলক। কন্টাইনমেন্ট জোনের বাইরের স্কুলগুলিকে কেবল স্কুল পরিচালনের অনুমতি দেওয়া হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন