ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে দ্রুত কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, বুধবার দুপুরে বুকে ব্যথা হয় বিসিসিআই প্রেসিডেন্টের। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাইপাসের ধারে অ্যাপোলো হাসাপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
সাম্প্রতিক অতীতে সৌরভ নিজের জনপ্রিয়তাকে কেবল ক্রিকেটের মধ্যেই গুটিয়ে রাখেননি। ক্রিকেট পিচের বাইরেও মহারাজের দাদাগিরি দেখা গিয়েছে টেলিভিশন শো-তে। ৩৩টি জনপ্রিয় ব্র্যান্ডের অ্যাম্বাসাডর তিনি। ক্রিকেটের পাশাপাশি আইএসএলে সৌরভ এটিকে-মোহনবাগান দলের মুখ। আবার আসন্ন বিধানসভা নির্বাচনে সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চলেছেন কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে গত কয়েক দিন ধরে। প্রথমে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে ঘণ্টা দুয়েকের সাক্ষাৎ এবং তার পর দিনই দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌরভের এক মঞ্চে থাকা সেই জল্পনাকেই আরও উসকে দিয়েছে। সৌরভ নিজে অবশ্য দু'দিনই সেই জল্পনা উড়িয়ে দেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন