রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। বার বার অনিয়মের অভিযোগ এনেছেন চাকরি প্রার্থীরা। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এবং এক চাকরি প্রার্থীর ফোন কল। যদিও এর সত্যতা যাচাই করেনি কলকাতা নিউজ কর্তৃপক্ষ।
ভাইরাল হল প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এবং এক প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীর ফোন কল।
এরপর তিনি বলেন, 'যখন এনসিটিই বিএড প্রশিক্ষিত প্রার্থীদের প্রাথমিকে বসতে দেওয়ার অনুমতি দিল তখন কোথায় ছিলে? তখন কেন এর বিরুদ্ধে প্রতিবাদ করনি। শুধু এই কারণেই ১৬,৫০০ জন যে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেখানে বিএড পাসদেরও সুযোগ দিতে হচ্ছে। যদিও ৩১ জানুয়ারির পরীক্ষাতে কেবল ডিএলএড চাকরি প্রার্থীরাই বসছেন। সেক্ষেত্রে তাঁরাই চাকরি পাবেন। যখন ২০১৭ সালে আবেদন নিয়েছিলাম, তখন কেবল ডিএলএড আবেদন করেছিল। এখন বিএড রাও আবেদন করবে।'
তিনি আরও বলেন, 'এই মুহূর্তে আর কিছু করা সম্ভব নয়। এখন আর ২০১৭ সালের গেজেট হিসাবে কেবল ডিএলএড করা চাকরি প্রার্থীদের আর নিয়োগ করা যাবে না। তাঁর সঙ্গে বিএড প্রশিক্ষিতদেরও নিতে হবে। সেক্ষত্রে মোট প্রার্থীর সংখ্যা ১২ লক্ষ হয়ে যাবে। আমরা যদি কেবল ডিএলএড দের নিতে পারতাম তবে আমি খুশি হতাম। তবে সেটা আর সম্ভব নয়।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন