উচ্চপ্রাথমিকে নিয়োগ ঘিরে জটিলতা কিছুতেই পিছু ছাড়ছে না। এবার উচ্চপ্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য অনলাইন নথি যাচাই প্রক্রিয়া চলাকালীন সার্ভার সমস্যার মুখোমুখি হলেন চাকরি প্রার্থীরা। অভিযোগ, দু-দিন ধরে সমস্যা হচ্ছে নথি যাচাইয়ের জন্য আবেদন করার পোর্টালে।
কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক সার্ভার সমস্যার কারণ নিয়ে জানান, "দু-লাখ ২৮ হাজার প্রার্থীর আবেদন জমা পড়বে। প্রত্যেকে গড়ে ১২ টার কাছাকাছি নথি আপলোড করবে। যখন বহু প্রার্থী একসঙ্গে আপলোড করার চেষ্টা করছে তখন সার্ভারের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। তখন সমস্যা দেখা দিচ্ছে। তাই আমরা সাময়িকভাবে সার্ভার মেইনটেইনেন্সের জন্য বন্ধ রেখেছি। দ্রুত এই সমস্যা ঠিক হয়ে যাবে। আমাদের চারটে সার্ভার চলছে। তবু একসঙ্গে অনেকে ঢুকে আবেদনের চেষ্টা করলে এই ধরনের সমস্যা হবে। আমরা লক্ষ্য রাখছি। সমস্যা দেখা দিলেই দ্রুত সমাধানের চেষ্টা করছি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন