সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। প্রস্তুতিতে কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস।
Loading...
বছর কয়েক আগে দার্জিলিংয়ে বিভিন্ন আদালত বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধে থাকা সরকারি সম্পত্তি নষ্ট, অগ্নিসংযোগ, বেআইনি জমায়েত, জাতীয় সড়ক অবরোধ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা প্রত্যাহারের কাজ শুরু করল রাজ্য। প্রত্যাহার করা মামলার সংখ্যা প্রায় ৭০ এর কাছাকাছি। এই মর্মে সরকারি নোটিশে দিন দুই আগে রাজ্যের বিভিন্ন আদালতে পৌঁছেছিল। যেসব আইনজীবী গুরুংয়ের বিরোধিতায় মামলা লড়ছিলেন, তাঁদের কাছেও সরকারি বিজ্ঞপ্তি পৌঁছে গিয়েছিল। আর শনিবার থেকে প্রক্রিয়া শুরু হয়ে গেল। যদিও গুরুংয়ের বিরুদ্ধে UAPA ধারায় মামলা এখনও চলবে জানা গিয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন