নিজের দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন মাদক যোগে ধৃত পামেলা। আদালতে যাওয়ার পথে বিজেপি যুব মোর্চা সম্পাদক সংবাদ মাধ্যমের সামনে চিৎকার করে জানান, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।
মাদক প্রচার মামলায় ধৃত পামেলাকে এদিন আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে তোলার আগে পামেলা সংবাদমাধ্যমকে জানান, "এটা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের চক্রান্ত। আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। ওঁকে গ্রেফতার করা হোক।" এর পাশাপাশি, এই ঘটনার সিআইডি তদন্ত দাবি করেছেন পামেলা। যদিও বিজেপির যুবনেত্রীর অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর কথায়, "পুলিশ জোর করে আমার নাম বলিয়ে নিয়েছে।" এদিকে বিজেপির তরফে পামেলার মামলা লড়ছেন আইনজীবী শুভদীপ রায় এবং পৃথ্বীজয় দাস জানিয়েছেন, "এটা একেবারে ওঁর ব্যক্তিগত মতামত। তবে পামেলাকে আদালত তোলা নিয়ে লুকোচুরি চলছে। কখন কোন আদালতে তোলা হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন