বই-প্রেমীদের জন্য ভাল খবর। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে অনুষ্ঠিত হতে চলেছে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলতি বছরে জুলাই মাসেই হবে কলকাতা বইমেলা। সল্টলেক সেন্ট্রাল পার্কেই বসবে এই বইয়ের আসর। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সেকথাই জানানো হয়েছে।
সাধারণত, শীতের মরশুমেই পালিত হয় আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এ বছর, করোনা পরিস্থিতিতে কীভাবে বইমেলা হবে তা নিয়ে রীতিমতো সংশয়ে ছিলেন গিল্ড কর্তৃপক্ষ। গত ৫ জানুয়ারি এক বৈঠকে এই অনিশ্চয়তাকেই তুলে ধরে বইমেলা স্থগিত করার নির্দেশ দেন গিল্ড কর্তারা। জানানো হয়েছিল করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তা আয়োজনের চেষ্টা করা হবে। সেই মতো করোনার প্রকোপ কমতেই নতুন করে মেলার আয়োজনের দিনক্ষণ জানিয়ে দিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।
বৃহস্পতিবার গিল্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "পৃথিবীব্যাপী অতিমারীর কারণে আমরা ৪৫তম আন্তর্জাতিক বইমেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আশা করা যায় দ্রুত আমরা এই অতিমারীর সংকট কাটিয়ে উঠতে পারব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন