গতকাল মধ্যবিত্ত ও গরিব মানুষের উপর করের কোনও বোঝা না চাপিয়েই মা-মাটি-মানুষ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেশ করলেন আগামী আর্থিক বছরের (২০২১-২২) বাজেট। পেশ করা হয়েছে ভোট অন অ্যাকাউন্ট, যাতে রয়েছে আগামী আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল থেকে জুন পর্যন্ত) আয়-ব্যয়ের হিসেব।
আগামী ৫ বছরে দেড় কোটি কর্মসংস্থান হবে পশ্চিমবঙ্গে। শুক্রবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশের একেবারে শেষে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটাও তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে এই দেড় কোটি চাকরি আসলে সরকারি, আধা–সরকারি ও বেসরকারি স্তরে এবং সব নিযুক্তিমূলক (কনট্র্যাকচুয়াল) কর্মসংস্থানকে ধরে। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে সরকারের ভিত আরও শক্ত করতে এবং ভোট–রাজনীতির অংশ হিসেবেই বাজেটের দিনে বিশাল চাকরির এই ঘোষণা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন