রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। এর পাশাপাশি রাজ্যে টেট নিয়োগে হয়েছে বড় দুর্নীতি। সম্প্রতি এমনই অভিযোগ করেছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। তাঁর অভিযোগ, ২০১৪ সালের টেট পরীক্ষায় নাকি সব চাকরিই পেয়েছেন তৃণমূল ঘনিষ্ঠরা।
চলতে থাকা এই বিতর্কের মাঝে প্রকাশ্যে এসেছে শিক্ষা দফতরে নিয়োগ সংক্রান্ত আরও বড় দুর্নীতি। রাজ্যের শিক্ষা দফতরের উচ্চ পদে আসীন করা হয়েছে এমন এক ব্যক্তিকে যার ওই পদে বসার কোনও যোগ্যতা নেই। আর সেই ব্যক্তি আবার রাজ্যের শাসকদলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিকট আত্মীয়। আলোচিত ব্যক্তি হলেন তাপস মুখোপাধ্যায়। যাকে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি ইন-চার্জ করা হয়েছে। চলতি মাসের চার তারিখে শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয়েছে।
ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে গত মাসের ২৯ তারিখে সংসদের ৩১৬ নম্বর বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি ইন-চার্জ হওয়ার জন্য যে যোগ্যতা থাকা প্রয়োজন তা তাপসবাবুর নেই। এমনই অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক। ওই আধিকারিক জানিয়েছেন যে ডবলুবিইএস পাশ করলে অথবা কোনও কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি ইন-চার্জ পদে আসীন হতে পারেন। কিন্তু তাপস মুখোপাধ্যায়ের তেমন কোনও যোগ্যতাই নেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন