সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে আব্বাসউদ্দিন সিদ্দিকে নিয়ে। তাঁর রাজনৈতিক অবস্থান কি হবে, তার দিকে লক্ষ্য রাখছে রাজ্যের শাসক বিরোধী সব দল। যদিও শেষ কয়েক দিনের বঙ্গ রাজনীতির দিকে তাকালে আব্বাস সিদ্দিকির অবস্থান কিছুটা অনুমান করতে পারছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
তিনি বার্তা দিচ্ছিলেন। পালটা বার্তাও মিলেছিল। সম্পর্ক বাড়ছিল একটু একটু করে। সেটাই চূড়ান্ত রূপ পেতে চলেছে এবার।
বিজেপিকে রুখতে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন আব্বাস। কিন্তু রাজ্যের শাসকদলের তরফে তেমন সাড়া মেলেনি। তবে রাজ্যের জোট নেতৃত্ব তাঁর ডাকে সাড়া দেয়। বামেদের তরফে মহম্মদ সেলিমকে দায়িত্ব দেওয়া হয়। মূলত বিরোধী দলের প্রতিনিধিরা আব্বাসের সঙ্গে আলোচনা চালায়। বিজেপি বিরোধিতা ও ধর্মনিরপেক্ষতার স্বার্থে জোট শিবিরে আসতে রাজি হন বলে খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন