গতকাল মধ্যবিত্ত ও গরিব মানুষের উপর করের কোনও বোঝা না চাপিয়েই মা-মাটি-মানুষ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেশ করলেন আগামী আর্থিক বছরের (২০২১-২২) বাজেট। পেশ করা হয়েছে ভোট অন অ্যাকাউন্ট, যাতে রয়েছে আগামী আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল থেকে জুন পর্যন্ত) আয়-ব্যয়ের হিসেব। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো উন্নয়ন সহ সাধারণ মানুষের স্বার্থে সংশ্লিষ্ট যাবতীয় ক্ষেত্রে বরাদ্দ বিপুল পরিমাণে বাড়ানো হয়েছে।
বাজেট প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "যত স্থায়ী পদে নিয়োগ হয়েছে, কীভাবে নিয়োগ হয়েছে, কোন পদ্ধতিতে নিয়োগ হয়েছে, নিয়োগের জন্য কবে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কবে ইন্টারভিউ হয়েছে৷ তাছাড়া লিখিত পরীক্ষা হয়েছে কি না, হলে কোথায় হয়েছে, কোন অফিসে তালিকা তৈরি হয়েছে, সেগুলি মুখ্যমন্ত্রীর মানুষের সামনে নিয়ে আসুন। এই সরকারের নিয়োগ ব্যবস্থা ও পদ্ধতি অস্বচ্ছ। সম্পূর্ণ দুর্নীতি যুক্ত। আমাদের দাবি, সম্পূর্ণ নিয়োগের ব্যবস্থা রাজ্য সরকার শ্বেত পত্র প্রকাশ করে জানাক।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন