সামনেই নির্বাচন। আর সেই নির্বাচনকে টার্গেট করে রাজ্যে কর্মসংস্থানের উদ্যোগ শুরু করেছে অসম সরকার। ২৯,৭০১ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে অসম সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন রাজ্য সরকার শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে। যত দ্রুত সম্ভব শূন্যপদে নিয়োগ শুরু হবে। মূলত বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই এই বিপুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই প্রসঙ্গে জানিয়েছেন, আগামী ১০-১৫ দিনের মধ্যে রাজ্যে ৫০০০ কৃষক নিয়োগ করা হয়ে যাবে। নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার সব রকম পরিকল্পনা করে রাখা হয়েছে। বিভিন্ন স্কুলে যে শিক্ষক নিয়োগে শূন্যস্থান পড়ে রয়েছে তা দ্রুত ভরে যাবে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষা ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতেই যত দ্রুত সম্ভব শিক্ষকদের নিয়োগ সম্পূর্ণ করতে হবে বলে জানিয়েছেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন