বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করার শুরুতেই বিপত্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করতেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন। এবার যেহেতু রাজ্যে বিধানসভা ভোট রয়েছে।
এদিনের বাজেটে অন্যতম একটি চমক, প্রতিবছর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব প্রদানের ঘোষণা। বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আগামী অর্থবর্ষ থেকে প্রতিবছর রাজ্যের ন-লাখ দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে দেওয়া হবে ট্যাব। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে 'তরুণের স্বপ্ন'। অভাবের তাড়নায় পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে, সেই জন্যই এই মানবিক সিদ্ধান্ত রাজ্যের।
মুখ্যমন্ত্রীর বাজেট পেশের ঠিক আগে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁদের সতর্ক করেন স্পিকার। পরে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। আগেই বাজেট বয়কট করেছিল বাম-কংগ্রেস। মুখ্যমন্ত্রী এরপর বলেন,'আমি নিজে ৫টে রেল বাজেট পেশ করেছি। সাধারণ বাজেট দেখেছি। বাজেটের সময় কেউ কোনও কথা বলে না। বিজেপির এই সদস্যরা কিছু পারে না, জানে না। ৪-৫ জন মিলে এই অবস্থা।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন