বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করার শুরুতেই বিপত্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করতেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন। এবার যেহেতু রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। তাই রাজ্য সরকার নিয়ম মেনে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন। এবার অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ। সেই কারণে বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আনন্দের সঙ্গে মাতৃবন্দনা নামে একটি নতুন কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আরও ১০ লক্ষ নতুন স্বনির্ভরগোষ্ঠী দুঃস্থ নারীদের নিয়ে গঠন করা হবে। এই সমস্ত গোষ্ঠীগুলি ব্যাংক থেকে-মূলত কো-অপারেটিভ ব্যাংকগুলি থেকে আগামী ৫ বছরে ২৫ হাজার কোটি টাকার ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে।
অপরদিকে, 'মা' প্রকল্প নিয়ে তিনি বলেন, 'মা প্রকল্পের অধীনে কমন কিচেন (রান্না করা খাবার) দেওয়া হবে। অত্যন্ত দুঃস্থ মানুষ যেন দুবেলা খেতে পায়, সে জন্য 'মা' নামে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হবে, যার মাধ্যমে বিভিন্ন জায়গায় সকলের জন্য স্বল্পমূল্যে কমন কিচেন চালু করা হবে।'
মুখ্যমন্ত্রীর বাজেট পেশের ঠিক আগে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁদের সতর্ক করেন স্পিকার। পরে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। আগেই বাজেট বয়কট করেছিল বাম-কংগ্রেস। মুখ্যমন্ত্রী এরপর বলেন,'আমি নিজে ৫টে রেল বাজেট পেশ করেছি। সাধারণ বাজেট দেখেছি। বাজেটের সময় কেউ কোনও কথা বলে না। বিজেপির এই সদস্যরা কিছু পারে না, জানে না। ৪-৫ জন মিলে এই অবস্থা।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন