রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বহু অভিযোগ আছে। অনিয়মের অভিযোগে আদালতে দায়ের হয়েছে মামলা। আর সেই মামলার জটে এখনও আটকে আছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এমন আবহে প্রয়োজন ইংরেজি মাধ্যমের শিক্ষক।
রাজ্য শিক্ষা দফতরের সবুজ সংকেতের মিলতেই প্রায় বছর তিনেক আগে বাংলা মাধ্যমের পৃথক দুটি স্কুলে শুরু হয় ইংরেজি মাধ্যমের পঠন-পাঠন। সেই তালিকায় রয়েছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এবং শিলিগুড়ি গার্লস হাই স্কুল। পঞ্চম শ্রেণি দিয়ে পঠন-পাঠন শুরু হয়। পরে অষ্টম শ্রেণিতে উন্নীত হয়েছে ইংরেজি মাধ্যমের পঠনপাঠন। স্কুল সূত্রে খবর, শ্রেণির সংখ্যার পাশাপাশি বেড়েছে পড়ুয়াদের সংখ্যা। এমতাবস্থায় ইংরেজি মাধ্যমের শিক্ষক নিয়োগ না হওয়ায় বিপাকে দুটি স্কুলেরই কর্তৃপক্ষ। সেক্ষেত্রে এবার শূন্য পদ তৈরি করে ইংরেজি মাধ্যমের শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন তারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন