বাড়ছিল ক্ষোভের মাত্রা। সেই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ মহার্ঘভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের তিন শতাংশ 'ডিয়ারনেস রিলিফ (ডিআর)' প্রদান করা হবে।
রতনলাল বলেন, 'আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় এবং পূর্ববর্তী সরকার আমাদের উপর বড়সড় আর্থিক বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে। ২০১৮ সালের ১ অক্টোবর নয়া বেতনক্রম কার্যকর হলেও আর্থিক টানাটানির জন্য আমরা ভাতা দিতে পারিনি। করোনাভাইরাস মহামারীর সময় দেশের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা প্রদান করেছে।'
অপরদিকে, সরকারি চাকরিজীবীদের জন্য ভাল খবর আসতে চলেছে। সব ঠিকঠাক থাকলে দ্রুত তাঁদের বেতন অনেকটাই বাড়তে চলেছে। কারণ কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে এবার চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। করোনা পরিস্থিতির মধ্যে কর্মচারীদের ৪ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি নিয়ে চিন্তাভাবনা চলছে। সূত্র উদ্ধৃত করে বুধবার এমনই জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। এছাড়া কর্মচারীদের যে এরিয়ারের টাকা বকেয়া আছে তাও মিটিয়ে দেওয়া হতে পারে। মার্চ মাসের শেষের দিকে দোল। তার আগেই নরেন্দ্র মোদী সরকার এই উপহার ঘোষণা করতে পারে বলে খবরে প্রকাশ। সরকার এই সিদ্ধান্ত নিলে প্রায় ৩৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন। যদি কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ৪ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি করে এবং বকেয়া ৪ শতাংশ এরিয়ার মিটিয়ে দিলে ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৫ শতাংশ পর্যন্ত নতুন ডিএ যুক্ত হতে পারে। কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করলে সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পাবে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন