দেশে ফের করোনা সংক্রমণ বাড়ছে। আর এর ফলে ক্রমশ চিন্তা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৮৪৬। পরিস্থিতি বিবেচনা করে পঞ্জাব, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে ফের স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কোভিড প্রোটোকল মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১১২ দিন ধরে ফের বেড়ে চলেছে করোনা সংক্রমণ। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে।
এমন আবহে করোনা থাবা বসাতেই বন্ধ করে দেওয়া হল দক্ষিণ কলকাতার দু-টি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। লা মার্টিনিয়ার ফর বয়েজে দশম শ্রেণির এক ছাত্র করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছে। আর সেন্ট লরেন্সে আক্রান্ত হয়েছেন এক শিক্ষক। দুই স্কুলের এই সিদ্ধান্ত বোর্ড পরীক্ষার আগে বিপাকে ফেলেছে পড়ুয়াদের। এক দিকে বোর্ডের পরীক্ষা অন্য দিকে করোনার থাবা আতঙ্ক তৈরি করেছে অভিভাবকদের মধ্যেও। লা মার্টসের দশম শ্রেণিতে প্রি-বোর্ড পরীক্ষা চলছিল। স্কুলে এসেই পরীক্ষা দিচ্ছিল ছাত্ররা। এই অবস্থায় ওই ছাত্রের করোনা হয়েছে। স্কুলের অন্যতম মুখপাত্র সুপ্রিয় ধর বলেন, 'সাবধানতার জন্য আমরা আপাতত সাত দিন স্কুল বন্ধ রাখছি। যা পরীক্ষা বাকি রয়েছে, তা অনলাইনে নেওয়া হবে।'

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন