নয়া নির্দেশিকা জারি করল সরকার। সিআইডি-র তরফে তথ্য যাচাই না হওয়া অবধি মিলবে না বেতন। সরকারি চাকুরিজীবীদের জন্য এমন নির্দেশিকা জারি করল জম্মু-কাশ্মীর প্রশাসন। নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এক প্রশাসনিক আধিকারিক।
এই মর্মে ৩ মার্চ প্রশাসনিক বিভাগের কমিশনার-সেক্রেটারি মনোজ কুমার দ্বিবেদী একটি নির্দেশিকা জারি করে জানান, ১৯৯৭ ও ২০১৬ সালের দুটি ভিন্ন নিয়ম অনুযায়ী, সরকারি চাকরিতে নতুন যোগ দেওয়া সকল প্রার্থীদেরই প্রথমে সিআইডি ভেরিফিকেশন করতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, "দীর্ঘদিন ধরেই এই নিয়ম জারি থাকলেও দেখা গিয়েছে, বহু সরকারি দফতর ও অফিসে এই নিয়ম মানা হচ্ছে না। এরফলে বহু সন্দেহজনক আচরণ বা কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বাধ্যতামূলক সিআইডির তরফে যাচাই ছাড়াই কাজ করছেন এবং নিয়মিত মাইনেও পাচ্ছেন।" সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্পর্কে যাতে দ্রুত তথ্য যাচাই করা হয়, তার জন্য এমন নির্দেশিকা জারি করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন