প্রায় ১১ মাস পরে স্কুল খুলেছে বঙ্গে। আর এই স্কুল খোলার একমাস না পেরোতেই ফের বন্ধ করে দিতে হল সেগুলি। সৌজন্যে বিধানসভা নির্বাচন। প্রায় মাসখানেক ধরে বন্ধ রাখতে হবে একাধিক স্কুল। নির্বাচনের প্রশিক্ষণ, নিরাপত্তা বাহিনীর থাকা প্রভৃতি কারণে নেওয়া হচ্ছে স্কুলগুলি।
Loading...
ইতিমধ্যে কলকাতার হিন্দু, সংস্কৃত কলেজিয়েট সহ বহু স্কুলে ভোটের প্রশিক্ষণ শুরু হয়েছে। এর ফলে শনিবার স্কুলগুলি বন্ধ রাখতে হচ্ছিল। আর সোমবার কিছুটা ঝুঁকি নিয়েই খুলতে হচ্ছিল স্কুলগুলি। কারণ, রবিবারের প্রশিক্ষণের পরে আর কোনও সময় থাকছিল না। তবে, তখন স্কুল বন্ধ হয়নি। কিন্তু এখন বাহিনী রাখার জন্য স্কুলগুলি নেওয়া হয়েছে। ফলে সেগুলি বন্ধ রাখা ছাড়া আর উপায় নেই।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন