এতদিন পরিস্থিতি ছিল উদ্বেগজনক। এবার তা রীতিমতো ভয়াবহ আকার নিচ্ছে। স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে ৫৯ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসের কবলে পড়েছে। যা স্পষ্টতই প্রমাণ দিচ্ছে, এই মারণ ভাইরাস ভারতে দ্বিতীয়বার হানা দিয়েছে। করোনার ডবল মিউট্যান্ট স্ট্রেইন ইতিমধ্যেই ছড়িয়েছে ২৮টি রাজ্যে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। স্রেফ গত ২৪ ঘণ্টায় মারাঠাভূমে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ।
এমন আবহে হিমাচল প্রদেশে ক্রমেই করোনার প্রভাব বাড়ছে। ক্রমবর্ধমান সংক্রমণের জেরে এবার স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিল হিমাচল প্রদেশের সরকার। আপাতত ৪ এপ্রিল পর্যন্ত এই স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। তবে ক্লাস ১২ ও ১০ এর পড়ুয়াদের স্কুল চলবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে এখন বেশ কয়েকটি স্কুলে পরীক্ষা চলছে, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পড়ুয়ারা ও কর্মীরা সেই সব স্কুলে আসবেন। এছাড়া বোর্ডিং স্কুলের ক্ষেত্রে এখনও হোস্টেল খোলাই থাকছে। এ ছাড়া হোলি নিয়ে কোনও উৎসব বা আলাদা করে কোনও আয়োজন করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর আবেদন করে জানিয়েছেন, এবছর যেন সকলে পরিবারের লোকেদের সঙ্গেই হোলি খেলে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন