নির্বাচনের মুখে প্রায় দু-শো কোটি টাকা গরমিল-সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠল। এবার স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। CAG তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারী অজিতকুমার প্রসাদ। এমন খবর জানা গিয়েছে আদালত সূত্রে।
প্রসঙ্গত, কয়েক মাস আগে রাজ্যের প্রতিটি পরিবারকে স্বাস্থ্যবিমার আওতায় আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, রাজ্যের প্রতিটি পরিবার বিনামূল্যে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার কয়েকদিনের মধ্যেই দ্রুততার শুরু হয় কাজ। জেলায় জেলায় দুয়ারে সরকার শিবিরে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করান আমজনতা। বহু মানুষ ইতিমধ্যেই কার্ডের সুবিধাও পেয়েছেন। অনেকে আবার নানা অভিযোগও তুলেছেন। হাসপাতালগুলির বিরুদ্ধে কার্ড ফিরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এদিকে বিজেপির নেতা-কর্মীরা বারবার স্বাস্থ্যসাথীতে দুর্নীতির অভিযোগ তুলেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন