কারখানা ওহি বনায়েঙ্গে। মন্ত্রীসভার বৈঠক হবে সিঙ্গুরের মাঠেও। না। মিছিলে রাজনৈতিক দলের স্লোগান নয়। বামেদের ইস্তেহারের মূল বক্তব্য হতে চলেছে এটাই। প্রার্থী তালিকা এবং ইস্তেহার। সব ব্যাপারে চমক দিতে চাইছে বামেরা। প্রার্থী তালিকায় তারুণ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছ।
কয়েকদিনের মধ্যে ইস্তেহার প্রকাশ করবে বামেরা। কৃষি আমাদের ভিত্তি। শিল্প আমাদের ভবিষ্যৎ। এর সঙ্গে এবার যোগ হচ্ছে কর্মসংস্থান আমাদের লক্ষ্য। আগে কৃষি ও শিল্পের ওপর জোর দিত বামেরা। এই দুইয়ের ওপর ভিত্তি করে কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেওয়া হতো। এবার শুধু বেসরকারি নয়, সরকারিক্ষেত্রেও ব্যাপক কর্মসংস্থান তৈরি করা হবে বলে ইস্তেহারে প্রতিশ্রুতি দেবে আলিমুদ্দিন। বাম নেতৃত্বের ধারণা, গত ১০ বছরে রাজ্যে সরকারি এবং বেসরকারিক্ষেত্রে নতুন করে কর্মসংস্থান সেভাবে তৈরি হয়নি। শিক্ষিত বেকারের সংখ্যা রাজ্যে বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তাই সরকারিক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্পের উপর জোর দেওয়ার প্রয়োজন রয়েছে। গত দেড় দশকে রাজ্যে শিল্পে খরা চলছে। সিঙ্গুরে গাড়ি কারখানা ও নন্দীগ্রামে পেট্রোলিয়াম হাব নির্মাণ বামেদের স্বপ্ন ছিল। কিন্তু সেগুলো বাস্তবের মুখ দেখেনি। তাই এবারের ইস্তেহারে নন্দীগ্রামের কথা না থাকলেও সংযুক্ত মোর্চা ক্ষমতায় এলে সিঙ্গুরে গাড়ি শিল্প হবে বলে ইস্তেহারে উল্লেখ করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন