ঠিক এক বছর আগে করোনা কাঁটায় ত্রস্ত হয়ে পড়েছিল গোটা দেশ। আর দেশজুড়ে কোভিড টিকাকরণ শুরু হওয়ার পরও যে হঠাৎ করে এভাবে সংক্রমণ ছড়াবে, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। দেশজুড়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসে উদ্বিগ্ন বিশেষজ্ঞরাও।
এমন আবহে ফের করোনার থাবা কলকাতার স্কুলে। এ বার, একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে করোনা আক্রান্ত হলেন এক শিক্ষক। আগামী ২৯ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। সূত্রের খবর, ওই স্কুলের শিক্ষক প্র্যাকটিক্যাল ক্লাস নিতেন। সম্ভবত, গত শনিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে, স্কুল কর্তৃপক্ষকে সেই খবর জানাতেই তড়িঘড়ি স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও, এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন স্কুল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের একটি এসএমএসের মাধ্যমে স্কুল বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চ ফের খুলবে স্কুল। গোটা স্কুলবাড়ি স্যানিটাইজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে, বন্ধ হচ্ছে সমস্ত অফলাইন ক্লাস। আপাতত, ২৯ মার্চ পর্যন্ত অনলাইনেই চলবে পঠনপাঠন। স্কুলে, গত শুক্রবার পর্যন্ত উপস্থিত থাকা সকল কর্মী ও পড়ুয়াদের কোভিড টেস্ট করাহবে বলে জানা গিয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন