পশ্চিমবঙ্গে জিতে পরের লক্ষ্য দিল্লি। সম্প্রতি কলাইকুণ্ডায় প্রচারে গিয়ে কার্যত হুঙ্কার দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাঁর কটাক্ষ, বিজেপি তথা নরেন্দ্র মোদী ভয় পাচ্ছেন তাঁকে। কটাক্ষের সুরে মমতা বললেন, "বিজেপি ভাবছে বাংলায় ফের ক্ষমতায় এসে গেলে তো আমাদের দিল্লি থেকে তাড়িয়ে ছাড়বে।" মেদিনীপুর, খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুরের তিন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচারে নামেন তৃণমূল নেত্রী। আর সেই প্রচার মঞ্চ থেকেই ঘোষণা করলেন, বাংলায় নির্বাচন জিতে দিল্লি দখলের জন্য ঝাঁপাবেন তিনি। মমতার এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে গুঞ্জন, এবার আর তিনি শুধু মুখ্যমন্ত্রিত্ব নিয়ে ভাবছেন না।
প্রসঙ্গত, গত দশবছরে রাজ্যে শিক্ষক নিয়োগ হয়েছে নামমাত্র। যার বেশিরভাগই দুর্নীতিতে ভরা। এসএসসি কিংবা প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ রাজ্যে হয়নি। যার জেরে কখনও বিধানসভার গেটে আবার কখনও সল্টলেকের শিক্ষা দফতরের বাইরে অনশন ও ধর্না দিতে দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের। বিরোধীদের হাতে এই ইস্যুটাই মোক্ষম অস্ত্র। আর তা বুঝেই শুক্রবার এগরার জনসভা থেকেই আগামীতে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও দ্রুত দ্বিগুণ শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় আজ প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে দ্রুত শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মমতা জানান,'সরকারি চাকরি নিয়োগে স্বচ্ছতা হবে। সরকারই সরকারি চাকরি দেবে এবার। ক্ষমতায় ফিরলে দ্বিগুণ শিক্ষক নিয়োগ করা হবে। গদ্দাররা ছিল, অনেক বেইমানি করেছে, এবার আর হবে না। গদ্দাররা এবার বিজেপির প্রার্থী। বিজেপির পুরনো লোকেরা নেই, ঘরে বসে কাঁদছে। সিপিআই(এম) হার্মাদ ও তৃণমূলের কিছু লোক বিজেপিতে গিয়ে ছড়ি ঘোরাচ্ছে। বিজেপিতে সুরক্ষিত নয় মহিলারা।'

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন