বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেলেন না একাধিক হেভি-ওয়েট নেতা-নেত্রী। আর এই কারণে একের পর এক নেতা-বিধায়করা এ বার প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। তবে কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে সোজা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন।
তালিকায় সবার প্রথমেই ছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ। শুক্রবার সন্ধ্যায় তিনি মুকুল রায়ের সঙ্গে দেখা করেন। যদিও তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা তা নিয়ে নিশ্চিতভাবে কিছুই জানাননি। তবে প্রার্থী তালিকা প্রকাশের পরই এহেন সাক্ষাৎ নিয়ে জল্পনা ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। সূত্রের খবর, মুকুলের সঙ্গে দেখা করতে আসেন হাওড়ার জগতবল্লভপুরের প্রাক্তন বিধায়ক আব্দুল কাসেম মোল্লা। পুরশুড়ার তৃণমূল বিধায়ক ডা. নুরুজ্জামানও আসেন মুকুলের সঙ্গে দেখা করতে।
তালিকা এখানেই শেষ নয়। মুকুলের সঙ্গে এসে দেখা করে যান সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল কুমার সর্দার। সূত্রের খবর, আজ রাতেই বা আগামীকাল আরও বেশ কিছু তৃণমূল নেতারা দেখা করবেন মুকুল বাবুর সঙ্গে। এদের মধ্যে সকলেই ২০১৬ সালে জেতা সত্ত্বেও এ বার টিকিট পাননি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন