এবারের বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবার বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলে কংগ্রেসের বিদায়ী বিধায়ক সোনালী গুহ। সূত্রের খবর, রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায় বিজেপি-তে নাম লেখাবেন সোনালী গুহ।
Loading...
সূত্রের খবর, শুক্রবারই মুকুল রায়ের বাড়িতে হাজির হয়েছিলেন একাধিক তৃণমূল নেতা। সেখানে সোনালী গুহও উপস্থিত ছিলেন। জানা যাচ্ছে, সোনালী জানিয়েছেন, তিনি প্রার্থী হতে চান না, তবে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারের অংশ হতে চান। সোনালীর পরিবার সূত্রে খবর, নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট না পাওয়ায় কার্যত অপমানিত বোধ করছেন তিনি। তাঁর মনে হয়েছে, তাঁকে দল আর ভরসা করছে না। দল থেকে একপ্রকার তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন