ঘোষণা মতন এদিন বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ইজেডসিসিতে এই সংকল্পপত্র প্রকাশিত হয়। সংকল্পপত্র প্রকাশ করে অমিত শাহ বলেন, বিজেপির কাছে ইস্তাহার সবসময় একটা আলাদা গুরুত্ব রাখে। এটা আমাদের সংকল্প।
এবার সরকারি চাকরিতে ৩৩ % সংরক্ষণ। বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে বাসযাত্রা, সেই সঙ্গে সরাসরি আর্থিক সাহায্য। এর পাশাপাশি মহিলাদের জন্য প্রতিশ্রুতির বন্য বইয়ে দিল গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করলেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে মহিলাদের সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হবে। সেই সঙ্গে 'মনমোহিনী' নামের একগুচ্ছ প্রকল্পও ঘোষণা করে দিলেন তিনি।
মহিলাদের জন্য বিজেপির সংকল্পপত্রে সবচেয়ে বড় ঘোষণা হল, সরকারি চাকরিতে সংরক্ষণ। বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যের মহিলারা সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, রাজ্যে বিজেপির সরকার গঠিত হলে মহিলাদের একেবারে প্রাথমিক স্তর থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত একেবারে নিখরচায় পড়াশোনা করার সুবিধা পাবেন। শাহর দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মহিলারা সরকারি বাসে সম্পূর্ণভাবে নিখরচায় যাত্রা করতে পারবেন। এর পাশাপাশি দলিত এবং আদিবাসী ছাত্রীদের জন্য 'বালিকা আলো' যোজনা নামের বিশেষ প্রকল্প আনার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এর আওতায় দলিত-আদিবাসী ছাত্রীদের ষষ্ঠ শ্রেণিতে ৩ হাজার, নবম শ্রেণিতে ৫ হাজার, একাদশ শ্রেণিতে ৭ হাজার এবং দ্বাদশ শ্রেণি পাশ করলে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। রাজ্য সরকারে বিধবা ভাতার পরিমাণ একলাফে ১ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্যে মেয়েদের জন্য ৯টি মহিলা ব্যাটেলিয়ন এবং ৩টি রিজার্ভ ব্যাটেলিয়ান তৈরি করা হবে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন