বিজেপিতে যোগ দিয়ে বারবার নিজেকে অকৃতদার বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বলেছেন, 'আমার টাকার কী দরকার আছে?' অনেকেই শুভেন্দুর সেই দাবির সঙ্গে প্রধানমন্ত্রীর মিল খুঁজে পেয়েছেন।
এর পরে মমতা বলেন, 'এবারের ভোট গদ্দারদের বিরুদ্ধে ভোট, মীরজাফরদের ছেড়ে কথা বলবেন না মানুষ। মনে রাখবেন, বিজেপি একটা ডাকাত পার্টি, সিপিএমের হার্মাদ আর আমাদের কিছু গদ্দাররা জুটেছে।' এবারের ভোট প্রচারে বাংলার মানুষকে বারবার সতর্ক করছেন মমতা। এদিনও তার অন্যথা হয়নি। তিনি বলেন, 'বহিরাগত গুণ্ডাদের নিজেদের এলাকায় ঢুকতে দেবেন না। ভোটের মেশিন খারাপ হলে ধৈর্য ধরে বসে থাকবেন। কিন্তু ছেড়ে চলে যাবেন না। ভোট হয়ে যাওয়ার পরও পাহারা দিতে হবে সহকর্মীদের। ২০-৩০ জন করে ছেলে-মেয়ে নিয়মিত এলাকা পাহারা দেবে। যাতে কোনওভাবে ভোট মেশিন দখল করতে না পারে।'

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন