টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তৃণমূলের একাধিক হেভি-ওয়েট নেতা। তৃণমূলের টিকিট না পাওয়া নেতা-নেত্রীদের বড় অংশ বিজেপিতে নাম লেখাবেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে বেশ চাপে শাসক দল তৃণমূল কংগ্রেস।
আর এমন আবহে আপারের চাকরিপ্রার্থীদের একটাই প্রশ্ন, নিয়োগের কাজ শেষ হবে কবে?
আদালতের নির্দেশে পুনরায় চালু করা হয়েছে আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। নথি যাচাইয়ের জন্য অনলাইনে প্রায় ১ লাখ ৩০ হাজার প্রার্থীর আবেদন জমা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। চাকরি প্রার্থীরা আশা করেছিলেন, হয়তো হাইকোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছে তার আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এমনকি ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি তুলে আন্দোলনেও নেমেছিলেন তাঁরা। কিন্তু, নথি যাচাইয়ের আবেদন গ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করলেও নথি যাচাইয়ের কাজ আগে সম্পন্ন করার সম্ভাবনা ক্ষীণ বলেই জানিয়েছেন এক আধিকারিক। ফলে, নির্বাচনের মধ্যে এই নিয়োগের কাজ শেষ করা কার্যত অসম্ভব বলে মনে করেন ওই আধিকারিক। এখন দেখার কমিশন এই নিয়োগ নিয়ে কি ভাবছে। আর সেই দিকে তাকিয়ে হবু শিক্ষকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন