দেশ জুড়ে ছড়াচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দিন যত যাচ্ছে ততই উদ্বেগ বাড়িয়ে হু-হু করে বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের গ্রাফচিত্রও। এই অবস্থায় করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সরকারের। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে শুক্রবার পর্যন্ত চলতি বছরে দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে রেকর্ড হাঁকাল মারণ করোনা। কোভিডে নতুন করে গোটা দেশে আক্রান্তের সংখ্যা ১,৩১,৯৬৮ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬১,৮৮৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮০ জনের। বুধবার ১.১৫ লক্ষ, বৃহস্পতিবার ১.২৬ লক্ষের পর শুক্রবার দেশে আক্রান্ত হলেন ১ লক্ষ ৩১ হাজার ৯৬৮ জন।
অপরদিকে, এক সঙ্গে ৩৭ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন। ঘটনাটি দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালের। জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩২ জনকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, যে চিকিৎসকদের করোনা ধরা পড়েছে, তাঁদের মধ্যে বেশির ভাগই টিকা নিয়েছেন। শুধু তাই নয়, আক্রান্তদের মধ্যে অল্পবসয়ী চিকিৎসকের সংখ্যাই বেশি। তাঁদের শরীরে করোনার মৃদু উপসর্গ ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন