তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের উপর ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে এই ব্যান জারি করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে যে, আজ, সোমবার (১২ এপ্রিল) রাত ৪ টা থেকে আগামীকাল, মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হল। কমিশনের তরফে জানা গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে।
Loading...
এই নিষেধাজ্ঞা নিয়ে কড়া মন্তব্য করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "মানুষ এর জবাব দেবে। পক্ষপাতদুষ্ট কমিশন বিজেপি-র শাখা সংগঠন। ভোটের বাক্সে এর জবাব দেবে মানুষ।" দলের আর এক মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন বলেন, "এটা গণতন্ত্রের পক্ষে কালো দিন।"
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন