গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য।
এমন আবহে জরুরি বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিকে দ্রুত বেড বাড়ানো নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ। করোনা রুখতে বেসরকারি হাসপাতালগুলিকে ফের আগের মতো পরিস্থিতির সঙ্গে তৈরি থাকতে বলেছে স্বাস্থ্যভবন। গতকালই প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করে একাধিক বিষয়ে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। ১০০ শতাংশ মাস্কের ব্যবহার, করোনা রোখার পরিকাঠামোয় উন্নতি ও সরকারি-বেসরকারি দুই হাসপাতালেই শয্যা বৃদ্ধির কথা বলেছিলেন নরেন্দ্র মোদী।
এছাড়াও প্রধানমন্ত্রী জন আন্দোলনের মাধ্যমে দ্রুত করোনা টিকাকরণের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, করোনা রুখতে আগের থেকে আরও বেশি তৎপর কেন্দ্র। সারা এপ্রিল মাসে ছুটির দিনেও করোনা টিকাকরণ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেই মতো স্বাস্থ্যমন্ত্রকের চিঠি পৌঁছেছে সব রাজ্যে। তবে করোনা টিকাকরণে দ্রুততার সঙ্গেই পাল্লা দিয়ে ছড়াচ্ছে সংক্রমণ। তাই ভয়াবহ পরিস্থিতিতে করোনা রুখতে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করল স্বাস্থ্যভবন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন