গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত।পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারত।
করোনার এই দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রীতিমতো আতঙ্ক বাড়ছে। সোমবারই উদ্বেগ বাড়িয়ে দৈনিক সংক্রমণ ১ লক্ষ পেরিয়ে গিয়েছে। বাংলার অবস্থাও বিশেষ ভাল নয়। দৈনিক সংক্রমণ এখানেও গড়ে ১৭০০-র বেশি। এই পরিস্থিতিতে চলছে বিধানসভা ভোট। ৮ দফায় ভোট বাংলায়। প্রার্থীদের প্রচারে জনসমাগম। ফলে কোভিড সংক্রমণ বাড়ছে। এমনই সংকটজনক পরিস্থিতিতে ৮ দফা ভোট নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যা বর্তমান পরিস্থিতিতে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিন হুগলির চুঁচুড়ার সভা থেকে কার্যত হুঁশিয়ারির দিলেন নেত্রী। তিনি বলেন, "এই অবস্থায় কি ভোটটা ৩, ৪ দফায় করে নেওয়া উচিত ছিল না? ৮ দফায় ভোট ঘোষণা করার পর এখন যদি করোনা পরিস্থিতি দেখিয়ে ভোট বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু চলবে না। খেলা যখন শুরু হয়েছে তখন শেষ করতে হবে।" রাজনৈতিক মহলের একাংশের মতে, এতে আসলে বিজেপিকেই বার্তা দিলেন মমতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন