করোনা ভাইরাসের আতঙ্ক ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে রাজ্য সহ গোটা দেশে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসের সংক্রমণ আটকাতে হিমশিম খাচ্ছে দেশের চিকিৎসকরা।
এমন সময় চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর।
ইচ্ছুক প্রার্থীকে যে কোনও শাখার স্নাতক হতে হবে বা চলতি বছরে স্নাতক ফাইনালপরীক্ষার্থীরা ও আবেদন করতে পারবেন। ছেলেদের বেলায় শরীরের মাপজোক লম্বায় হতে হবে ১৬৫ সেমি, বুকের ছাতি ফুলিয়ে ৮৬ সেমি আর না ফুলিয়ে ৮১ সেমি। ওজন নূন্যতম ৫০ কেজি। মেয়েদেরবেলায় উচ্চতা হতে হবে ১৫৭ সেমি। ওজন নূন্যতম ৪৬ কেজি। এনসিসি র বি বা সি সার্টিফিকেট থাকলে বা খেলাধুলায় দক্ষতা থাকলে পার্সোনালিটি টেস্ট সুবিধা পাবেন। বয়স হতে হবে ১-৮-২০২১ এর হিসেবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারি হিসাবমতন সব রকমের ছাড় পাবেন। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৫ ই মে ২০২১।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন