করোনা আতঙ্ক ফের বাড়ছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বুধবার জারি করা তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জারি তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ১,১৫,৭৩৬ নতুন কেস সামনে এসেছে।
নতুন কেস আসার পর দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,২৮,০১,৭৮৫ হয়ে গিয়েছে। ১,৬৬,১৭৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১,১৭,৯২,১৩৫। বর্তমানে দেশে ৮,৪৩,৪৭৩ অ্যাক্টিভ কেস রয়েছে। এখনও পর্যন্ত দেশে ৮,৭০,৭৭,৪৭৪ জনের টিকাকরণ হয়ে গিয়েছে।
এমন সময় করোনার জেরে ফের লকডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হল ছত্তিশগড় সরকার। টানা ১০ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যের রাইপুরে। আগামী ৯ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। বন্ধ থাকবে সেই অঞ্চলের সবকিছু। করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার অবস্থা ছত্তিশগড়ের। সব রেকর্ড ভেঙে মঙ্গলবার সেই রাজ্যে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৯,৯২১ জন। গত বছর মার্চের পর ছত্তিশগড়ে এবছর নয়া রেকর্ড করেছে এই মারণ ভাইরাস। ফলে মঙ্গলবারই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্যের সব স্বাস্থ্য অধিকর্তাদের নিয়ে এক জরুরী বৈঠক করেন, যেখানে রাজ্যের করোনা হাসপাতালগুলির বেড সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এরপরই এদিন রাজ্যে ফের সম্পূর্ণ লকডাউনের রাস্তায় হাঁটল ছত্তিশগড় সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন