লাগামহীন রাজ্যের করোনা সংক্রমণ। স্বাস্থ্যদফতরের নয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে বঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত ১৫৮৮৯ অর্থাৎ প্রায় ১৬ হাজার। শনিবার এই সংখ্যা ছিল ১৪ হাজারের একটু বেশি। গত ২৪ ঘণ্টায় করোনার বলি রাজ্যের ৫৭ জন।
এমন আবহে মিড-ডে মিল নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। বলা যায় আগের বিজ্ঞপ্তি থেকে সরে এসে মে মাসের মিড-ডে মিলে মার্চ-এপ্রিলের সামগ্রীই ফিরিয়ে আনল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রবিবার বলেন, "মে মাসে মিড-ডে মিলে যে-সব সামগ্রী দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, তা বাতিল করা হয়েছে। মে মাসে পড়ুয়ারা দুপুরের খাবার হিসেবে আগের সামগ্রীই একই পরিমাণে পাবে।" রাজ্যের শিক্ষা দফতর এপ্রিলে মিড-ডে মিল সংক্রান্ত যে-বিজ্ঞপ্তি দিয়েছিল, তাতে বলা হয়েছিল, মে মাসে স্কুলে দুপুরের খাবার হিসেবে চাল, আলু, ছোলা দেওয়া হবে এবং সঙ্গে থাকবে সাবান। মে মাসের জন্য ঘোষিত তালিকায় মার্চ ও এপ্রিলের থেকে অনেক কম সামগ্রীর কথা বলা হয়েছিল। মার্চ-এপ্রিলের মিড-ডে মিলে যে-সব সামগ্রী দেওয়া হচ্ছিল, সেই তালিকায় চাল, আলু, ছোলার সঙ্গে ছিল ডাল, চিনি, সয়াবিনও।
এই ঘোষণার পরে শিক্ষা শিবিরের একাংশে জোরদার প্রশ্ন ওঠে, মে মাসে মিড-ডে মিলের তালিকা থেকে ডাল, চিনি ও সয়াবিন বাদ দেওয়া হচ্ছে কেন? নির্বাচন শেষ হচ্ছে বলেই কি এই কাটছাঁট? বিতর্কের মুখে পড়ুয়াদের খাদ্য তালিকা অটুট রাখা হবে বলে হয়েছে। চাল, আলু, ছোলার সঙ্গে ডাল, চিনি, সয়াবিনও পাবে তারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন