করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লক্ষের গণ্ডি পেরিয়েছিল কয়েকদিন আগেই। এবার সেই সংখ্যাটা এগোচ্ছে দেড় লক্ষের দিকে। স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১ লক্ষ ৪৫ হাজার। রেকর্ড গড়েছে মৃতের সংখ্যাও। একই সঙ্গে লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেসও। শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৪৫ হাজার ৩৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এমন আবহে CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিলের দাবিতে সরব হয়েছেন পরীক্ষার্থী ও অবিভাবকদের একাংশ। এমনকী ছাত্র-ছাত্রীদের সুস্থতার কথা মাথায় রেখে পরীক্ষা বাতিলের পক্ষে সওয়াল করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। কিন্তু, নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর বলে জানিয়ে দিয়েছে CBSE ও CISCE। দুই বোর্ডের তরফেই এই অবস্থান স্পষ্ট করে জানিয়েও দেওয়া হয়েছে। দুই বোর্ড জানিয়েছে, পড়ুয়াদের সুস্থতার কথা মাথায় রেখেই সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বোর্ডের আশ্বাসের পরও জটিলতা কাটেনি।
এদিকে, অনুমোদিত স্কুলগুলিকে নতুন একটি নির্দেশিকা পাঠিয়েছে CBSE। সেই নির্দেশিকা অনুযায়ী স্কুলগুলিকে বলা হয়েছে যে যে শিক্ষকেরা পরীক্ষক হিসেবে নিযুক্ত থাকবেন, তাঁদের একটি তালিকা বোর্ডের অনলাইন প্লাটফর্ম OASIS-এ ১০ এপ্রিলের মধ্যে আপলোড করতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন