গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত।পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারত।
ক্রমশ বেড়ে চলেছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় সপ্তাহান্তে লকডাউন, নাইট কারফিউ-র মতো একাধিক বিধিনিষেধ জারি করল মহারাষ্ট্র সরকার।
রবিবার মহারাষ্ট্র সরকার ঘোষণা করল, নাইট কারফিউ এবং পরের সপ্তাহে শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সন্ধ্যে ৭টা পর্যন্ত 'কঠোর লকডাউন' কার্যকর হবে।
বিধিগুলির মধ্যে প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত নাইট কারফিউ, পাঁচ জন বা তার বেশি জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মল, রেস্তোঁরা ও বার বন্ধ থাকবে। তবে হোম ডেলিভারি এবং প্রয়োজনীয় পরিষেবাগুলির অনুমতি দেওয়া হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন