গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত।পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারত।
এমন সময় করোনা হটস্পটে পরিণত হয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজির যোধপুর ক্যাম্পাস। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৪ পড়ুয়া। এই নিয়ে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭০ জন। ইতিমধ্যে এই পরিস্থিতির জেরে সেখানকার স্বাস্থ্য বিভাগের তরফে ওই শিক্ষাপ্রতিষ্ঠানকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে। পাশাপাশি সেখানকার পড়ুয়াদের কোভিড প্রোটোকল কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের তরফেও এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে সব পড়ুয়া যেন মাস্ক ও শারীরিক দূরত্ব মেনে চলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন