শীতলকুচির ঘটনা ঘিরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছে। এমন সময় বিস্ফোরক মন্তব্য করলেন সায়ন্তন বসু। "শীতলকুচির মতো ঘটনা বাকি চার দফায় প্রয়োজনে আরও ১৬টা ঘটবে। ভোট লুঠে এসেছিলেন, তাই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী।"
Loading...
শীতলকুচির ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে। তৃণমূল ও বিজেপি, যুযুধান দুই শিবির একে অন্যের বিরুদ্ধে দায় চাপাচ্ছে। এই প্রেক্ষিতে শীতলকুচির মৃতদের 'দুষ্টু ছেলে' আখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। এর মধ্যে সায়ন্তনের কটাক্ষ, ভোট লুঠ করতে এলে শীতলকুচির মতো ঘটনার পুনরাবৃত্তি হবে বাকি চার দফা ভোটেও।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন