লাগামহীন রাজ্যের করোনা সংক্রমণ। স্বাস্থ্যদফতরের নয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে বঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত ১৫৮৮৯ অর্থাৎ প্রায় ১৬ হাজার। শনিবার এই সংখ্যা ছিল ১৪ হাজারের একটু বেশি। গত ২৪ ঘণ্টায় করোনার বলি রাজ্যের ৫৭ জন।
এমন আবহে এদিন নবান্নে বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে যোগ দিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। আর সেই বৈঠকেই বাংলায় লকডাউনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্যে কোভিডের পরিস্থিতি যে ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে তা এখন আর কেউই অস্বীকার করতে পারছেন না। রাজ্যে এখন দৈনিক সংক্রমণ কার্যত ১৬ হাজার ছুঁই ছুঁই করছে। এই অবস্থায় লকডাউন ভিন্ন যে কোভিড ঠেকানো যাবে না সেটা চিকিৎসক থেকে বিশেষজ্ঞ সবাই এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন। কিন্তু এতদিন ধরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বার বার জানিয়ে আসছিলেন, লকডাউন সমস্যার সমাধান নয়। কিন্তু নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখুনই না হলেও ভোট মিটলে বাংলায় লকডাউন লাগু করা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন