রাজ্য সহ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। এমন আবহে সম্প্রতি কেন্দ্রের তরফে একটি নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকাতে বলা হয়েছে, এবার থেকে চাইলে সরকারী কর্মচারী, চাকুরীরত অন্তসত্ত্বা মহিলা এবং বিশেষভাবে সক্ষম কর্মচারীরা বাড়ি থেকেই অফিসের কাজ চালিয়ে যেতে পারবেন।
জানা গিয়েছে, কেন্দ্রীয় কার্যালয়গুলিতে অতিরিক্ত জনসমাগম এড়াতে কেন্দ্রীয় সরকারের তরফে সরকারী সমস্ত বিভাগে ৫০ শতাংশ কর্মীদের অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। খুব সমস্যা না থাকলে বাকিদের বাড়ি থেকেই কাজ চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এই নিয়ম চলতি মাসের ৩১ মে পর্যন্ত কার্যকর থাকবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন