করোনাযোদ্ধা হিসেবে টিকার অগ্রাধিকার পাচ্ছেন ব্যাংক কর্মীরাও। এদিন রাজ্য সরকারের তরফে এই খবর ঘোষণা করা হয়েছে।
চলতি বছর মার্চ থেকে বাংলায় নতুন চোখ রাঙাচ্ছে মারণ করোনা ভাইরাস। আর এক্ষেত্রে ফ্রন্টলাইন ওয়ার্কারদের সুস্থ ও নিরাপদে রাখাকে বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য স্বাস্থ্যদফতর। চিকিৎসা ও স্বাস্থ্যক্ষেত্রে জড়িত প্রত্যেককেই ইতিমধ্যে করোনা টিকা দেওয়া হয়েছে। সম্প্রতি সাংবাদিকদেরও করোনাযোদ্ধা হিসেবে ঘোষণা করে তাঁদের টিকাকরণের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ব্যাংক কর্মীদের আবেদনেও সাড়া দিল রাজ্য। এদিন জানানো হয়, কলকাতা পুরসভা ও জেলার পুরভবনগুলিতে কোভিড টিকা নেওয়ার ব্যবস্থা করা হবে। তার জন্য নামের তালিকা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকেই যাতে ব্যাংক কর্মীদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন