করোনা সংক্রমণ বাড়ার কারণে ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে CBSE বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা। পিছিয়ে দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষাও। এছাড়াও মে-তে দেশের সমস্ত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সব ধরনের অফলাইন পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রক।
এর মধ্যেই সব পড়ুয়া একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হবেন, তাঁদের জন্য একটি সুখবর নিয়ে এল CBSE। এই বছর থেকেই CBSE অনুমোদিত স্কুলের ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণিতে আর্টস, কমার্স বা সায়েন্স এই তিনটি স্ট্রিমের মধ্যে থেকে নিজের পছন্দমতো যে কোন বিষয়ের কম্বিনেশন বেছে নিতে পারবে।
এটি কোন নতুন সিদ্ধান্ত নয়, জানানো হয়েছে বোর্ডের তরফে। এই মর্মে আগেই সিদ্ধান্ত হয়েছিল। তবে নতুন এই নিয়মের ফলে এবার থেকে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দমতো একটি ভাষা ও তার সঙ্গে আরও চারটি নিজের বিষয় বাছাই করে নিতে পারবে। তা আর্টস, সায়েন্স বা কমার্স যেই বিষয়ই হোক না কেন। তবে এমন বিষয়ই ছাত্রছাত্রীরা বাছাই করতে পারবে, যেটি সংশ্লিষ্ট স্কুলে পড়ানো হয়। এছাড়া সিলেবাস অনুযায়ী ষষ্ঠ বিষয় হিসেবে বোর্ডের সিলেবাস থেকে যে কোনও একটি বিষয় বাছাই করতে পারবে পড়ুয়ারা। তবে সেই বিষয়টি নিজেকেই পড়তে হবে তাদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন