বিধানসভায় শপথ নিয়েও প্রায় নীরব থাকলেন মুকুল রায়। জল্পনা বাড়িয়ে বললেন, 'যা বলার পরে ডেকে বলব।' থাকছেন না বিজেপির পরিষদীয় দলের বৈঠকেও। শুভেচ্ছা বিনিময় তৃণমূলের সুব্রত বক্সির সঙ্গে। কী বলবেন মুকুল?
তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে হারিয়ে বিধানসভা ভোটে সাফল্য পেয়েছেন মুকুল রায়। তবে বিজেপি নবান্নের ক্ষমতা দখল থেকে দূরে রয়ে যাওয়ায় নিজের জয়ে তিনি কতটা সন্তুষ্ট, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। এরই মধ্যে বাড়তি ইন্ধন জুগিয়েছে তাঁর এ দিনের মন্তব্য।
এ দিনই পরিষদীয় দলের বৈঠকে বসছে রাজ্য বিজেপি। কিন্তু পরিষদীয় দলের বৈঠকে মুকুল থাকছেন না বলে জানা যায়। তবে এরই মধ্যে মুখোমুখি হয়ে যাওয়ায় তৃণমূল নেতা সুব্রত বক্সির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
শপথ নেওয়া মাত্রই বিজেপি বিধায়কদের একাংশের তরফে তাঁকে বিরোধী দলনেতা করার দাবি তোলেন। কিন্তু তাতে তাঁর খুব একটা আগ্রহ ধরা পড়েনি। সব মিলিয়ে মুকুলকে নিয়ে বিধানসভার ভিতরে-বাইরে জোর জল্পনা চলছে। তা হলে কি, নতুন কিছু ভাবছেন মুকুল? ফের তৃণমূলে ফেরার কথা ভাবছেন তিনি? এখন দেখার শেষপর্যন্ত কি সিদ্ধান্ত নেন মুকুল রায়। আর সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহলের বড় অংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন