করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভ্যারিয়েবল ডিএ বা মহার্ঘভাতা বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। ১০৫ টাকা থেকে মাসিক ভিডিএ বাড়িয়ে করা হল ২১০ টাকা।
এর ফলে উপকৃত হবেন দেড় কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এই খবর জানিয়েছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। এর ফলে লাভবান হবেন প্রায় দেড় কোটি শ্রমিক। মাসে ১০৫ থেকে ২১০ টাকা তারা বেশি পাবেন। চলতি বছরের পয়লা এপ্রিল থেকে এই নতুন হার লাগু হবে। এর ফলে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলিতে যারা শ্রমিকের কাজ করেন, তাদের ন্যূনতম আয়ও বৃদ্ধি পাবে বলে ঘোষণা করা হয়েছে। মূলত রেল, কয়লা খনি, তেল খনি, বন্দর সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থায় যারা কাজ করেন তাদের জন্য এটি প্রযোজ্য হবে। যারা চুক্তিভিত্তিক ও অস্থায়ী ভাবে কাজ করছেন, তারাও এই মহার্ঘ ভাতা বৃদ্ধিতে লাভবান হবেন।
শ্রমমন্ত্রী জানিয়েছেন, "নয়া এই সিদ্ধান্তের ফলে দেশজুড়ে প্রায় ১.৫০ কোটি অস্থায়ী ও ঠিকাকর্মচারী উপকৃত হবেন।
১ এপ্রিল থেকেই কার্যকর হবে এই নতুন মহার্ঘভাতা। শুক্রবার জনিয়েছে কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক। জানানো হয়েছে, কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন দেড় কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী। শুধু তাই নয়, মাসের হিসাবে ভাতা বাড়ার ফলে কর্মচারীদের ন্যূনতম বেতনও অনেকটাই বাড়বে। বাজারে ঊর্ধ্বমুখী জিনিসপত্রের দাম।মূলত তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এবং রেল, খনি, তেল ও বন্দরে কেন্দ্রের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত অস্থায়ী এবং ঠিকাকর্মীদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ এই ক্ষেত্রের কর্মীরা এই সুবিধা পাবেন। শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার জানিয়েছেন, 'কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশজুড়ে প্রায় ১.৫০ কোটি অস্থায়ী ও ঠিকাকর্মীরা উপকৃত হবেন। বিশেষত এই করোনাসংকটে এর প্রয়োজন ছিল।' এদিকে, এই খবরে রীতিমতো উচ্ছ্বসিত কেন্দ্রের বিভিন্ন সংস্থার অধীনে কর্মরত কন্ট্র্যাক্ট এবং ক্যাজুয়ালে থাকা কর্মীরা। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে করোনার এই কঠিন পরিস্থিতিতে কিছুটা হলেও সুরাহা পাবেন কর্মীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন