নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল, শুক্রবার থেকে রাজ্যে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'দুয়ারে রেশন'। রাজ্যের মোট ২৩ জেলার ২৮ টি রেশন দোকান বেছে সেখান থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নেয় খাদ্য দফতর।
ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির সাতবাঁকি গ্রাম। সবে সকালের ব্যস্ততা শুরু হয়েছে। তারই মধ্যে বস্তা বস্তা খাদ্যসামগ্রী, ওজন মাপার যন্ত্র নিয়ে গ্রামে পৌঁছে গিয়েছেন রেশন দোকানের কর্মী, আধিকারিকরা। ৩৫ টি পরিবারের হাতে এভাবেই তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী। আর এই ভাবে বৃহস্পতিবার পরীক্ষামূলক-ভাবে বঙ্গে চালু হয়ে গেল দুয়ারে রেশন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন