আজ জেলেই থাকতে হচ্ছে নারদ মামলা ধৃত চার হেভিওয়েট নেতাকে। বৃহস্পতিবার যাতে অন্য বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হয় তার জন্য আবেদন করেছিলেন মদন মিত্রের আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গেল। জানিয়ে দেওয়া হল শুক্রবারই এই মামলার শুনানি হবে। বৃহস্পতিবার সকালেই কলকাতা হাই কোর্টের ওয়েবসাইটে একটি নোটিশ দেওয়া হয়।
আদালত সূত্রের খবর, প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামীকালই তাঁর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বসবে। এই বেঞ্চে নারদা মামলার শুনানি প্রায় শেষের পথে। তাই অন্য বেঞ্চে শুনানি শুরু করে লাভ নেই। তাই এদিন অভিযুক্ত মদন মিত্রের আইনজীবীর আরজি খারিজ হয়ে গেল। উল্লেখ্য, বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে প্রায় আড়াই ঘণ্টা নারদ মামলার শুনানি হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন