রাজ্য সহ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। এমন আবহে বাতিল হয়ে গিয়েছে সমস্ত পরীক্ষা। তবে পড়ুয়াদের ভাগ্য যাতে অনিশ্চিত না হয়ে পড়ে, সেই কারণে প্রথম থেকে চতুর্থ শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পড়ুয়াদের বিনা পরীক্ষাতেই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার।
এপ্রিল মাসেই বার্ষিক পরীক্ষা হওয়ার কথা। কিন্তু করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে স্কুল বন্ধ থাকায় পরীক্ষা বাতিল হয়ে যায়।
এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, "প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পড়ুয়াদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হচ্ছে। স্কুল খোলার পরে এই শ্রেণির পড়ুয়ারা একটি পরীক্ষায় বসবে, যেখানে তাঁদের আগের ক্লাসের মূল্যায়ন কতটা হয়েছে, তা দেখা হবে।" এর পাশাপাশি তিনি ঘোষণা করেন, বর্তমান করোনা পরিস্থিতিতে নজর রেখে গ্রীষ্মের ছুটিও ২৫ মে থেকে বাড়িয়ে আগামী ৭ জুন অবধি করে দেওয়া হচ্ছে। কবে স্কুল খোলা হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন